মৌলভীবাজার প্রতিনিধি : প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, পৃথিবীর অর্থনীতির উন্নয়নের সাথে সাথে আইনের পরিবর্তন হচ্ছে। তাই বাংলাদেশের আইনকে আধুনিক ও যুগোপযোগী করতে হবে।
এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এস কে সিনহা আরো বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছিলেন বলেই দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নতি হচ্ছে এবং তিনি প্রধান বিচারপতি হয়েছেন।
বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তৃতা করছিলেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রনজিত কুমার ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ও মুখ্য বিচারিক হাকিম এ জি এম আল মাসুদ।
প্রধান বিচারপতি এস কে সিনহা আরো বলেন, দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে মেধাবী সন্তানদেরকে দেশে আটকে রাখতে হবে।
এজন্য সরকারের পাশাপাশি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সমাজের ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসতে তিনি আহবান জানান।
Leave a Reply