নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণকে ইউনেস্কোর বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য স্বীকৃতিতে দেশের অন্যান্য এলাকার মতো সিলেটও উৎসবে মেতেছে।
সুরমাপাড়ে শনিবার দিনব্যাপী কর্মসূচি অনুযায়ী সকাল থেকে মহানগরীর রাজপথে নামে আনন্দ শোভাযাত্রার ঢল। প্রতিটি বর্ণাঢ্য শোভাযাত্রার গন্তব্য ছিল বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত রেজিস্টারি মাঠ। সকাল ১০টায় সেখান থেকে বের হয় মূল শোভাযাত্রা। সামনে পুলিশের বাদক দল। এরপর নৌকার উপরে একাত্তরের সাতই মার্চের আদলে তৈরি মঞ্চ থেকে সাদা পাজামা-পাঞ্জাবি আর কালো মুুজিব কোট গায়ে নতুন প্রজন্মের কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার। পরেই দেশমাতৃকার সূর্য সন্তান, যারা জাতির জনকের নির্দেশে স্বাধীন স্বদেশের জন্যে জীবনবাজি রেখেছিলেন।
মুক্তিযোদ্ধাদের পর ছিলেন, আয়োজক জেলা প্রশাসন সহ বিভাগীয় প্রশাসন, আইনশ্রঙ্খলা কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতা-কর্মী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থী আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।
আনন্দ শোভাযাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে গিয়ে শেষ হয়। সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এছাড়া নৃত্য পরিবেশন এবং কবিতা আবৃত্তিও করা হয়।
Leave a Reply