বাংলাদেশে বেসরকারি খাতে শিল্পস্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ দেশের ১২টি শিল্প প্রতিষ্ঠানকে শিল্প মন্ত্রণালয় থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২’ প্রদান করা হয়েছে।
যেসব প্রতিষ্ঠান এই পুরস্কার লাভ করেছে সেগুলোর মধ্যে মাইক্রো শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ঢাকার আশুলিয়ার বেলমা এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সিলেটের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা এ কে এম আতাউল করিম।
মঙ্গলবার, ৩ অক্টোবর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিনের নিকট থেকে কে এম আতাউল করিম সহ পুরস্কারপ্রাপ্ত সবাই পুরস্কার গ্রহণ করেন।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষিমন্ত্রী ড মো আব্দুর রাজ্জাক এমপি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি ও এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম।
‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’ প্রাপ্ত প্রত্যেককে নগদ অর্থ ও সম্মাননা স্বরূপ স্বর্ণট্রফি প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেককে শিল্প মন্ত্রণালয় থেকে সিআইপি পদমর্যাদার পরিচয়পত্র দেয়া হবে।
উল্লেখ্য, পুরস্কৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ করদাতা হিসেবেও গণ্য হয়েছেন গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কর্ণধার এ কে এম আতাউল করিম। এর আগেও তিনি দুইবার দেশসেরা করদাতা ও ছয়বার সিলেট বিভাগের সেরা করদাতার সম্মাননা পান। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply