বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগে ‘একিউট অন ক্রনিক লিভার ফেইলিউর’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার আয়োজিত সেমিনারে ‘একিউট অন ক্রনিক লিভার ফেইলিউর (এসিএলএফ)’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ভারতের হায়াদ্রাবাদের গ্লোবাল হাসপাতালের কনসাল্টেন্ট হেপাটোলজিস্ট ডা চন্দন কুমার।
এ সময়ে উপস্থিত ছিলেন একই হাসপাতালের লিভার ট্রান্সপ্লান্ট সার্জন ডা রাঘাবেন্দ্র বাবু।
ডা চন্দন কুমার ও ডা রাঘাবেন্দ্র বাবু ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগটির কার্যক্রমের প্রশংসা করে আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এই বিভাগটির সঙ্গে তারা তাদের হাসপাতালের বৈজ্ঞানিক ও চিকিৎসাক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবেন।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply