বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় ও জেলা শাখার ‘নতুন দিনের আলো’ সাহিত্য সংকলনের প্রকাশনা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে মহানগরীর টিলাগড়ে কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত সাহিত্য সংকলনের নববর্ষ সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় শাখার সভাপতি কবি নাজনীন আকতার কণা। প্রধান অতিথি ছিলেন, কবি ডা শামসুন নূর মানব। বিশেষ অতিথি ছিলেন, জসিম বুক হাউসের স্বত্বাধিকারী লেখক ও প্রকাশক জসিম উদ্দিন ও প্রাবন্ধিক জুবের আহমদ সার্জন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু লেখক পরিষদ বিভাগীয় শাখার সহসভাপতি কবি উত্তম কুমার চৌধুরী, জেলা শাখার সভাপতি চন্দ্র শেখর দেব, সহসভাপতি ইসমত আরা খান মুক্তা, সাধারণ সম্পাদক গল্পকার শহিদুল ইসলাম লিটন, বিভাগীয় শাখার সহসাধারণ সম্পাদক কবি ও ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীন বেগ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, বিভাগীয় শাখার সহসাংগঠনিক সম্পাদক মতিউর রহমান জীবন, কবি মতিউর রহমান, কুবাদ বখত চৌধুরী রুবেল, জোবায়দা বেগম আঁখি, অফিস সম্পাদক রোকসানা বেগম, আঞ্জুমান কামিল, সুফিয়া বেগম ও তন্ময় আলমগীর সৃজন।
অনুষ্ঠানে মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ জন লেখকের লেখা নিয়ে একটি গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply