স্বাধীনতার পর বাংলাদেশ বেতারে যার কণ্ঠে প্রথম পবিত্র কোরআনের সুর বেজে উঠেছিলো, যার সুললিত কন্ঠে তেলাওয়াত শুনতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ক্বারি মুহাম্মদ উবায়দুল্লাহ আর নেই।
আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি, ঢাকা চকবাজার শাহী মসজিদের সাবেক খতিব মুহাম্মদ উবায়দুল্লাহ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার কামরাঙ্গির চরের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘ দিন ধরে নানা রোগে ভুগছিলেন।
বিখ্যাত এই আলেমেদ্বীন ১৯৪৪ সালের ১লা জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা শাহ মেহেরুজ্জামান ইসলামাবাদী। জামিআ কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসা থেকে ১৯৬২ সালে ক্বারি উবায়দুল্লাহ দাওরায়ে হাদিস শেষ করেন। লালবাগ মাদরাসায় শিক্ষকতা দিয়ে তিনি জীবন শুরু করেন।
প্রখ্যাত এই আলেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুল মোমিন, মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মুফতি নাসির উদ্দীন খান, সেক্রেটারি হাফেজ ওমর ফারুক প্রমুখ।
Leave a Reply