সুনামগঞ্জ প্রতিনিধি : মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন।
তিনি আরো বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের রাষ্ট্র হতে যাচ্ছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় ওয়েজখালীতে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে হাওর অঞ্চলের মৎস্য অবতরণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর শেষে এক মৎস্যজীবী সমাবেশে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, দেশের মানুষের গড় মাথাপিছু আয় বেড়ে যাওয়ায় বর্তমানে একজন শ্রমিকের দৈনিক মুজুরি ৪শ টাকা থেকে বেড়ে ৫শ টাকায় পৌঁছেছে।
জেলা প্রশাসক মো সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ, পুলিশ সুপার মো বরকতুল্লাহ খান, আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি অ্যাডভোকেট ইসলাম আলী, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান আহমেদ, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সহকারী কমিশনার রাহুল চন্দ্র ও নাহিদ হাসান খান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি দেবাশীষ দাসগুপ্ত বাপ্পি, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া প্রমুখ।
পরিচালনায় ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পূর্ণাঙ্গ দেব।
Leave a Reply