নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, সিলেটের মানুষকে বঙ্গবন্ধু খুব ভালবাসতেন। এখানকার মানুষও ভালবাসেন বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধুর প্রতি সিলেটবাসীর অকৃতিম শ্রদ্ধা রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা জন্যে সিলেটের প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বঙ্গবন্ধুও প্রবাসীদের কল্যাণে কাজ করে গেছেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই দেশ উন্নত-সমৃদ্ধ হয়ে যেতো।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাব আয়োজিত ‘আগস্ট শোকের, আগস্ট শক্তি ও সাহসের’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বুধবার বিকেলে মহানগরীর পূর্বজিন্দাবাজারে জেলা প্রেসক্লাব মিলনাতনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদ। স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।
জেলা প্রশাসক জাতির পিতা ও তার পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও রাজনৈতিক দূরদর্শিতার কথা তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে অল্পদিনের মধ্যেই বাংলাদেশ বিশ্বের বেশিরভাগ দেশের স্বীকৃতি আদায়ে সক্ষম হয়।
মো মজিবর রহমান আরও বলেন, যারা বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি চায়নি তারাই বাংলাদেশের উন্নতিকে বাধাগ্রস্ত করতে পঁচাত্তরের নির্মম হত্যাকাণ্ড ঘটায়। খুনিরা শুধু জাতির পিতাকে সপরিবারে হত্যা করেই ক্ষান্ত হয়নি। ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডের বিচারের পথও আইন করে রুদ্ধ করে দিয়েছিলো। ১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই কালো আইন বাতিল করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পথ সুগম করেন। তাই হত্যাকারীরা অপরাধ করে রেহাই পায়নি।
পঁচাত্তরের বর্বরোচিত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি যারা এখনও বিদেশে পালিয়ে আছে। তাদেরকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে সরকার কাজ করছে।
জেলা প্রশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে এক সঙ্গে কাজ করার আহবান জানান।
তিনি আশা প্রকাশ করেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সিলেট জেলা প্রেসক্লাবের প্রত্যেক সদস্য অবদান রেখে যাবেন।
সংগঠনের সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি মঈন উদ্দিন, কার্যনিবাহী সদস্য, সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, দৈনিক একাত্তরের কথার বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, চ্যানেল আইর সিলেট প্রতিনিধি সদস্য সাদিকুর রহমান সাকী ও সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুর্বণা হামিদ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর রক্তের ঋণ বাঙালি জাতি কখনও শোধ করতে পারবে না। বঙ্গবন্ধুকে হত্যার পেছনে একটাই উদ্দেশ্য ছিল-এদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানানো। সেদিন শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি-রাষ্ট্র এবং সংবিধানকেও হত্যা করা হয়েছিল।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সহসভাপতি এস সুটন সিংহ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান সুমন, দপ্তর সম্পাদক এস এম রফিকুল ইসলাম সুজন, কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, সাধারণ সদস্য মোহাম্মদ মহসিন, শাব্বীর আহমদ ফয়েজ, রায়হান উদ্দিন, সুব্রত দাস, মো শাহীন আহমদ, আশরাফ চৌধুরী রাজু, রনজিৎ সিংহ, মোহাম্মদ শফিকুল ইসলাম, আহমদ জামিল, জিকরুল ইসলাম, মৃণাল কান্তি দাস, মো রেজাউল হক ডালিম, ফয়জুল আহমদ, নবীন সোহেল, মো ইয়াকুব আলী, রাজীব রাসেল, মুহাজিরুল ইসলাম রাহাত, তুহিন আহমদ, আশরাফ আহমদ, আহমদ ইমরান, পল্লব ভট্টাচার্য্য, সহযোগী সদস্য সাজলু লস্কর, মো শহীদুল ইসলাম সবুজ, দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার জয়ন্ত কুমার দাস, সিলেটভিউটোয়েন্টিফোর.কমের স্টাফ রিপোর্টার মো মুন্না মিয়া, বাংলাভিউ টিভির স্টাফ রিপোর্টার নাজাত আহমদ, আরটিভির এম এ কাইয়ুম, সিলেটভিউটোয়েন্টিফোর.কমের স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম মাহি, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সদস্য হেনা মমো ও সদস্য শ্রাবণী তালুকদার।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply