ক্রীড়াঙ্গন প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন সিলেটে মাঠ দখল ও পুকুর ভরাটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সবার প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেছেন, সিলেটে আরও কমপক্ষে ৩টি বড় মাঠ দরকার। এ জন্যে সিলেট সিটি করপোরেশনের মেয়রকে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি মাঠ মেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্যে বরাদ্দ থাকবে।
রবিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকার (অনূর্ধ-১৭) উদ্বোধন পর্বে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সিলেট ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকা। তাই এখানে প্রচুর খোলা জায়গা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন।
তিনি প্রশাসনকেও মাঠের উপযোগী জায়গা খুঁজে বের করতে নির্দেশ দেন।
ড এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলা ও খেলোয়াড়দের প্রতি খুবই আন্তরিক। তাই বাংলাদেশ বিশ্ব ক্রীড়াঙ্গনে মর্যাদার আসনে অধিষ্ঠিত। বঙ্গবন্ধুকন্যা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন খেলোয়াড়রা নিশ্চিন্ত থাকতে পারেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো জাহিদ আহসান রাসেল বলেন, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্যে এই ফুটবল আসরের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্য দিয়ে বেরিয়ে আসছে নতুন নতুন প্রতিভা। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের জন্যে পাঠানো হচ্ছে বিদেশে। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব হচ্ছে, তাদের ধরে রাখা। তারা যেন ঝরে না পড়ে।
অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো মেজবাহ উদ্দিন, সিলেটের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন ও ডিআইজি অব পুলিশ মফিজ উদ্দিন আহম্মেদ। সভাপতিত্ব করেন, সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, বাফুফের নির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। সঞ্চালনায় ছিলেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত।
উদ্বোধনী দিনে ছেলেদের একটি ও মেয়েদের একটি খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল।
Leave a Reply