সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামই একটি ইতিহাস। বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস, আদর্শ ও মুক্তিযুদ্ধের সঠিক তথ্য নতুন প্রজন্মকে জানানোর লক্ষ্যেই বঙ্গবন্ধু ফাউন্ডেশন গঠন করা হয়েছে।
তিনি বাংলাদেশের সোনার মানুষদের নিয়ে দেশের কল্যাণে কাজ করার পাশাপাশি তরুণদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে জাতির কল্যাণে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান।
বৃহস্পতিবার রাতে মহানগরীর যতরপুরে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার ১৫নং ওয়ার্ডের পুরুষ ও মহিলা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মামুন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন মহানগর সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মহানগর সভাপতি অধ্যাপক জমির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পারুল মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মহানগর সাংগঠনিক সম্পাদক মো আব্দুল কাদির চৌধুরী, প্রচার সম্পাদক অরূপ রায়, অ্যাডভোকেট আবুল কাসেম, অ্যাডভোকেট আকবর হোসেন, সাজেদ আহমদ চৌধুরী বাপন, এস ডি সুমেল, নাজনীন আক্তার কনা, বিশিষ্ট কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী ও দেলওয়ার হোসেন।
পরে বীর মুক্তিযোদ্ধা মামুন উদ্দিন চৌধুরীকে সভাপতি, স্বপন কর্মকারকে সাধারণ সম্পাদক ও আফজাল হোসেন পলককে সাংগঠনিক সম্পাদক এবং ছন্দা দত্তকে সভাপতি, সুমি আক্তারকে সাধারণ সম্পাদক ও মাসুমা আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু ফাউন্ডেশন ১৫নং ওয়ার্ডের পুরুষ ও মহিলা কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply