ক্রীড়াঙ্গন প্রতিবেদক : বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সিলেট বিভাগীয় পর্যায়ের দুই দিনব্যাপী খেলা সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে।
শনিবার সকালে সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃণাল কান্তি দেব খেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত উপ মহাপরিদর্শক নূরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা উপ পরিচালক তাহমিনা খাতুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম ও নির্বাহী সদস্য বিজিত চৌধুরী।
খেলায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সিলেটের জৈন্তাপুর উপজেলার কামরাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৪-১ গোলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সিদ্দিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সিলেট সদর উপজেলার সৈয়দ আর্জুমন্দ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৩-০ গোলে হবিগঞ্জ সদর উপজেলার নিশাপট সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে।
Leave a Reply