ক্রীড়াঙ্গন প্রতিবেদক : আগামীকাল রবিবার থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। অতীতের চার আসরে সাফল্যের আলোকে এবার উদ্বোধন পর্ব সিলেটে। দুপুর ২টায় জেলা স্টেডিয়ামে উদ্বোধন করবেন, পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো জাহিদ আহসান রাসেল, ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন ও সিলেটের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতোমধ্যে প্রস্তুতিও সম্পন্ন হয়ে গেছে।
শনিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আহুত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো মজিবর রহমান এ সব তথ্য জানান।
এত বড় একটি আয়োজনের উদ্বোধন সিলেটে করায় তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিদপ্তর সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, সিলেট এবারও সাফল্যের ধারা অব্যাহত রাখবে।
জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ-১৭) ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ-১৭) নতুন নতুন খেলোয়াড় সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে আবার ফটুবল জাগরণের সম্ভাবনা জাগিয়ে তুলেছে।
তিনি বলেন, এ আয়োজনের মধ্য দিয়ে গ্রামবাংলায় লুকিয়ে থাকা প্রতিভা বের হয়ে আসছে, যাদেরকে জাতীয় দলের উপযোগী করতে বিদেশে পাঠিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেটে এবার ইউনিয়ন পর্যায় থেকে ছেলেদের ১০৫টি দল এবং উপজেলা পর্যায় থেকে মেয়েদের ১৩টি দল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
উদ্বোধন উপলক্ষে বিকেল সাড়ে ৪টায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী সহ সিলেটের জনপ্রিয় শিল্পীরা অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার সাদাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, প্রস্তুতি কমিটির সদস্য সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো নূর হোসেন।
Leave a Reply