নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বিশ্বের বৃহত্তম খেলার আসর। অন্যকোন দেশে একই খেলায় একসঙ্গে এতজন খেলোয়াড়ের অংশ গ্রহণের নজির নেই।
বাংলাদেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরে উদ্যোগে ও ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় ২০১৮ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ-১৭) ও ২০১৯ সাল থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ-১৭) অনুষ্ঠিত হচ্ছে। এতে যেমনি গ্রাম-গঞ্জের তেমনি শহর-নগরের কিশোর-তরুণ সম্ভাবনাময় ফুটবলাররা অংশ নিয়ে থাকে।
এই আয়োজনের উদ্দেশ্য, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরীদের ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা ও মনোবল বৃদ্ধি এবং জঙ্গিবাদসহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখা। এছাড়া উদীয়মান খেলোয়াড়দের অনুপ্রেরণা দেওয়া ও দেশের ফুটবলের মান উন্নয়ন। এ লক্ষ্যে ব্রাজিল, স্পেন ও পর্তুগালের মতো দেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
আগামীকাল রবিবার দুপুর ২টায় সিলেট জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হবে। এ উপলক্ষে শনিবার দুপরে জেলা প্রশাসনের সম্মলেন কক্ষে আহুত সংবাদ সম্মেলেন দেওয়া তথ্য অনুযায়ী, এবার সারা দেশে উপজেলা পর্যায়ে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন ও ২৫৭টি পৌরসভার ৪ হাজার ৮২৮টি দলে ৮৬ হাজার ৯০৪ জন, জেলা পর্যায়ে ৬৪টি জেলা ও ৮টি সিটি কর্পোরেশন সহ ৭২টি দলের ১ হাজার ২২৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। সর্বশেষ ৮টি বিভাগীয় দলের ১৪৪ জন সহ সারা দেশের ৯৮ হাজার ৭৩০ জন বালক অংশ নেওয়ার সুযোগ পায়।
অন্যদিকে বালিকাদের প্রতিযোগিতা শুরু হয় জেলা পর্যায় থেকে। এতে সারা দেশে ১১ হাজার ৮২৬ জন অংশ নেয়।
সিলেট জেলার উপজেলা পর্যায়ে ১০৫টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার মোট ১ হাজার ৯৬২ জন বালক এবং জেলা পর্যায়ে ১৩টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশনে ২৫২ জন বালক ও ২৫২ জন বালিকা অংশগ্রহণ করবে।
বয়স ভিত্তিক এই টুর্নামেন্ট থেকে ৪০ জন বালক ও ৪০ জন বালিকা প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে প্রশিক্ষণের ব্যবস্থা করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ইতোমধ্যে ৪ জন খেলোয়াড়কে উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিলে পাঠানো হয়েছে।
২০২১ সালের আয়োজন থেকে ১১ জন বালক ব্রাজিলে ও ১১ জন বালিকেকে স্পেন ও পর্তুগালে প্রেরণ করা হবে।
Leave a Reply