নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল স্বাধীন বিচার ব্যবস্থা। তাই তিনি নির্বাহী বিভাগ, জাতীয় সংসদ ও বিচার বিভাগকে অালাদা আলাদা করে সুন্দরভাবে সাজিয়েছিলেন; কিন্তু পরবর্তী সময়ে এই ব্যবস্থায় ব্যত্যয় ঘটে।
তিনি আরও বলেছেন, ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদটি বিচার বিভাগ খুব দ্রুত ফিরে পাবে। এর ফলে বিচার বিভাগের উপর নির্বাহী বিভাগের কোন কর্তৃত্ব থাকবে না
বৃহস্পতিবার রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ ও রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ১১৬ অনুচ্ছেদের ফলে অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলি ও শৃঙ্খলা কার্যক্রম সুপ্রিম কোর্টের পক্ষে এককভাবে গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে বিচারকদের ডিসিপ্লিনারি রুলস ও কনডাক্ট রুলস প্রণয়ন করা হয়েছে, যা ডিসেম্বরের মধ্যেই আইন হিসেবে পাশ হবে। এরপর আর নির্বাহী বিভাগের কোন কর্তৃত্ব বিচার বিভাগে থাকবে না।
Leave a Reply