নিজস্ব প্রতিবেদক : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, স্বাধীনতার মহানায়কের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার অঙ্গীকার ও পঁচাত্তরের পলাতক ঘাতকদের দেশে নিয়ে এসে ফাঁসি কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবিতে সারা দেশেষ জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
অন্যান্য দেশে বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী বাঙালিদের উদ্যোগেও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত দিবস পালন করা হচ্ছে।
দিনের প্রধান কর্মসূচি ছিল, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞলি নিবেদন।
সিলেটে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকাল ৯টা থেকে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। চলে দুপুর পর্যন্ত। প্রশাসন, রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ‘এক মুজিব লোকান্তরে-লক্ষ মুজিব ঘরে ঘরে’, ‘আজকের এই দিনে-মুজিব তোমায় মনে পড়ে’, ‘মুজিব আমার বিশ্বাস-মুজিব আমার চেতনা’, ‘জয়বাংলা’, ‘জয় বঙ্গবন্ধ’ ইত্যাদি স্লোগানে আকাশ-বাতাস প্রকম্পিত করে তুলেন।
এছাড়া নাট্য ও সংস্কৃতিকর্মীদের শোক মিছিল এক আবেগঘন পরিবেশ তৈরি করে।
Leave a Reply