নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার মাধ্যমে পনেরো আগস্টের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার অঙ্গীকারে সিলেটে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
এ উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
মঙ্গলবার সকাল থেকেই ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া; কিন্তু তা উপেক্ষা করেই সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। সবাই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সহ সভাপতি আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শফিুকর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, দৈনিক সিলেটের দিনরাত সম্পাদক মুজিবুর রহমান ডালিম প্রমুখ। অনেক নারী-শিশুও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আসেন।
এছাড়াও কাঙালিভোজ, আলোচনা সভা, রক্তদান, বিনামূল্যে চিকিৎসা, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
Leave a Reply