নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকারে সিলেটসহ সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
এ উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। পরে জেলা প্রশাসনের উদ্যোগে কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সহযোগিতায় কবি নজরুল অডিটোরিয়াম চত্বরে বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনী চলছে।
সিলেট জেলা পরিষদ ও জেলা আওয়ামী লীগ জেলা পরিষদ ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভারও আয়োজন করা হয়।
সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী চৌহাট্টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
মেয়রের উদ্যোগে দু’টি গণভোজ এবং দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে।
সিলেট জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সংগীতশিল্পী সংগঠন সমন্বয় পরিষদ ও সম্মিলিত নাট্য পরিষদ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
Leave a Reply