নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস শুক্রবার। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের এদিনে যুক্তরাজ্য ও ভারত হয়ে স্বাধীনতার মহানায়ক স্বাধীন স্বদেশে ফিরে আসেন।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনে সিলেট সহ সারাদেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এ উপলক্ষে সকাল ১০টায় এমসি কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে। এছাড়া বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে।
এবার ১০ জানুয়ারি থেকে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হবে। এজন্যে মাহনগরীর সিটি পয়েন্ট, টিলাগড় পয়েন্ট ও হুমায়ুন রশীদ চত্বরে ক্ষণগণনার যন্ত্র স্থাপন করা হয়েছে।
ক্ষণগণনা উপলক্ষে মূল অনুষ্ঠান হবে টিলাগড় পয়েন্টে। কর্মসূচির মধ্যে রয়েছে, বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল ৪টায় ক্ষণগণনার জাতীয় কর্মসূচি বড়পর্দায় প্রদর্শন, বিকেল ৫টায় ক্ষণগণনা যন্ত্র উদ্বোধন ও বিকেল সাড়ে ৫টায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply