মঙ্গলবার ১০ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ শোভাযাত্রা বের করবে।
সকাল ১১টায় মহানগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে এ শোভাযাত্রা শুরু হবে। এতে জেলা, মহানগর, উপজেলা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে অংশ নেয়ার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
Leave a Reply