নবীগঞ্জ প্রতিনিধি : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম বলেছেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করছেন; কিন্তু দেশকে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে।
বুধবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও সহকারী পুলিশ সুপার পারভেজ আহমদ। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান। এছাড়াও বিভিন্ন জন বক্তব্য রাখেন।
Leave a Reply