মতিয়ার চৌধুরী, লন্ডন : যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস বলেছেন, বঙ্গবন্ধুর ১৯৭১ সালের সাতই মার্চের ভাষণ এখন আর শুধু বাঙালিদের নয়-সমগ্র বিশ্ববাসীর জন্যে গৌরবের। ব্রিটিশরাও গর্বিত। আর এজন্যেই ঐতিহাসিক এই ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের মর্যাদায় অন্তর্ভুক্ত করেছে।
সোমবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের অট্রিম ব্যানকুইটিং হলে যুক্তরাজ্য নাগরিক কমিটি আয়োজিত আনন্দ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মেয়র জন বিগস বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে বাঙালিদের অবশ্যই গর্ব করতে হবে।
প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে এবং বিশিষ্ট কমিউনিটি নেতা নইমুদ্দিন রিয়াজ ও টিভি উপস্থাপিকা উর্মি মাজহারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্বব্যাপী গবেষণা হচ্ছে; কিন্তু কিছু সংখ্যক কুলাঙ্গার ও স্বাধীনতা বিরোধী এই সত্যকে স্বীকার করতে চায়না।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর স্বাধীনতার সত্য ইতিহাস তুলে ধরা সহ জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানামুখী পদক্ষেপ নিয়েছে। জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়িত করতে তার কন্যার হাতকে শক্তিশালী করতে হবে। একসময় যে হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি আখ্যায়িত করেছিল এখন তার দেশ আমেরিকাই বাংলাদেশের উন্নয়ন দেখে প্রশংসা করছে।
অগ্রণী রিসার্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাবেক কাউন্সিলার নূরুদ্দিন আহমদ সাতই মার্চকে জাতীয় দিবস ঘোষণার দাবি জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ফয়েজুর রহমান লস্কর, আনসার আহমেদ উল্লাহ, হরমুজ আলী, মারুফ চৌধুরী, ফখরুল ইসলাম মধু, সেলিম খান, জোবায়ের আহমদ, জামাল খান, সারব আলী, কাওছার চৌধুরী, আবদুল আহাদ চৌধুরী, হুসনেয়ারা মতিন, আঞ্জুমান য়ারা অঞ্জু, শাহ শামীম আহমদ, খসরুজ্জামান খসরু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক সহ পনেরোই আগস্টের সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সকলে একসঙ্গে পরিবেশন করেন জাতীয় সংগীত। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বাজানো হয় সাতই মার্চের ভাষণ।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তিতে অংশ নেন, নজরুল ইসলাম অকিব, স্মৃতি আজাদ, সাজিয়া স্নিগ্ধা, মুসলিমা শামস বহ্নি, গৌরী চৌধুরী ও রাজিয়া রহমান সহ বিলেতের খ্যাতিমান শিল্পীরা।
Leave a Reply