নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র।
তিনি আরও বলেছেন, এই ভাষণ নিছক একটি বক্তৃতা বা বক্তব্য ছিল না। এই ভাষণের মাধ্যমে জাতির পিতা গেরিলাযুদ্ধের দিকনির্দেশনা ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরেছিলেন।
ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষ্যে সিলেট জেলা আওয়ামী লীগ আয়োজিত ’বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ আমাদের প্রেরণার চিরন্তন উৎস’ শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল ও কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, জেলা মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ।
সভাপতির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ যুগ যুগ ধরে বাঙালি জাতিকে অগ্নিস্ফূলিঙ্গের ন্যায় উজ্জীবিত রাখবে, জীবনসত্য অনুধাবনে পথ দেখাবে এবং বাঙালির সার্বিক মুক্তি আন্দোলনকে রাজনৈতিক দিকনির্দেশনা দেবে।
অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান বলেন, জাতির পিতার সাতই মার্চের ভাষণ বিশ্বের মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস। এই ভাষণে মানবমুক্তির চিরন্তন সত্যটি জোরালোভাবে প্রস্ফূটিত হয়েছে। এই ভাষণ আজীবন বিশ্বব্যাপী স্বাধীনতাকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা সভার আগে সকাল ১১টায় জেলা পরিষদ ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ।
Leave a Reply