সুনামগঞ্জ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টেরর উদ্যোগে শ্রী শ্রী কালীবাড়ি নাটমন্দিরে পূজা, প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার সন্ধ্যায় আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এছাড়াও যুক্ত ছিলেন,সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের সভাপতি মো মতিউর রহমান ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক রঞ্জিত দাস।
এসময় মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো সুহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো জয়নাল আবেদীন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ।
Leave a Reply