সুনামগঞ্জ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বিএমএ ও মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন সুনামগঞ্জের যৌথ উদ্যোগে সদর উপজেলার ধারারগাঁও মাসতুরা মবশ্বির সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড মোহাম্মদ সাদিক।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ বিএমএর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ডা আব্দুল হাকিমের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা আশুতোষ দাস, আরএমও ডা রফিকুল ইসলাম, বিএমএর সাংগঠনিক সম্পাদক ডা সৈকত দাস, ডা তোফায়েল হোসেন, ডা পিন্টু ও কুরবাননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বরকত।
Leave a Reply