সুনামগঞ্জ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জে তরুণ লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে তরুণ লীগ জেলা শাখা শহরের হোসেন বখত মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে।
শাখার আহবায়ক এ কে মিলন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী।
এরপর ছিল দোয়া মাহফিল। দোয়া শেষে শিরনি বিতরণ করা হয়।
Leave a Reply