নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেটের সিভিল সার্জন কার্যালয় ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএর উদ্যোগে মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়।
এঙ্গলবার দুপুরে মহানগরীর চৌহাট্টায় শহীদ ডা শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসে এই স্বাস্থ্যসেবা কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বিনা খরচে একশ জন মুক্তিযোদ্ধাকে স্বাস্থ্যসেবা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের সিভিল সার্জন ডা হিমাংশু লাল রায়, বিএমএর সাধারণ সম্পাদক ডা মোরশেদ আহমদ চৌধুরী ও মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।
Leave a Reply