হবিগঞ্জ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে শহরের চৌধুরী বাজার এলাকায় জেলা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমনের উদ্যোগে মাংস বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের সভাপতি, পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসিম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, অ্যাডভোকেট রোকন উদ্দিন তালুকদার, জেলা যুবলীগের সহসভাপতি আব্দুর রউফ, যুগ্মাসাধারণ সম্পাদক বিপ্লব রায়, সাংগঠনিক সম্পাদক সফিকুজ্জামান হিরাজ, প্রচার সম্পাদক এস এম এ হাকিম, উপপ্রচার সম্পাদক আলম মিয়া, উপদপ্তর সম্পাদক ধ্রুবজ্যোতি দাশ টিটু, সবুজ মিয়া মিলন, জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক হামিদুল হক জুন্নু ও তারেক মাহমুদ।
সর্বমোট ৩৫০ জন গরিব, অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে জনপ্রতি ১ কেজি গরুর মাংস ও ১ কেজি আলু বিতরণ করা হয়।
এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগস্ট মাসে হবিগঞ্জে মাসব্যাপী সবজি বিতরণ করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহীর উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে এই সবজি বিতরণ করা হয়।
বুধবার সবজি বিতরণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলমগীর খান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবু জাহির বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের এই উদ্যোগের প্রশংসা করেন।
Leave a Reply