জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ।
কর্মসূচির মধ্যে রয়েছে, ১৪ আগস্ট সকাল ১১টায় সিলেট কেন্দীয় শহিদমিনারে রক্তদান কর্মসূচি এবং ১৫ আগস্ট সকাল ১১টায় রেজিস্টারি মাঠ থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের শোক মিছিল, শোক মিছিল শেষে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বাদ জোহর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও শিরনি বিতরণ।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জেলার আওতাধীন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালনের আহবান জানিয়েছেন।
Leave a Reply