গোয়াইনঘাট প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেরোরি অব দ্যা ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্তি উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ ভবন মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে বিভিন্ন সরকারি দফতর, সামজিক সংগঠন ও রাজনৈতিক দল নিজস্ব ব্যনারসহ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
উপজেলা চত্বর থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো দেলওয়ার হোসেন, আলীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো আলী হোসেন, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো সেলিম উল্লাহ, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, আহবায়ক কমিটির সদস্য সুবাস দাস, মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা লুৎফুল হক, মুজিবুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
এছাড়াও শিশু-কিশোরদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান, কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনূষ্ঠান শেষে চলচিত্র ‘ওরা ১১জন’ প্রদর্শনী করা হয়।
Leave a Reply