নবীগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃত লাভ করায় হবিগঞ্জের নবীগঞ্জে বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেন, সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, উপজেলা সহকারী কমিশনার আতাউল গনি ওসমানী, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, পৌর কাউন্সিলর এ টি এম সালাম প্রমুখ।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
Leave a Reply