নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণায় সিলেট সদর উপজেলা প্রশাসন বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা সহ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রাটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা। সম্মানিত অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেটের পরিচালক অধ্যাপক হারুনুর রশীদ ও সহকারী কমিশনার রোজিনা আক্তার।
আলোচনা করেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার ইরশাদ আলী, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আফসার আহমদ, শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন ও শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply