নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ঘোষণায় দেশব্যাপী ২৫ নভেম্বর আনন্দ উৎসব অনুষ্ঠিত হবে।
এই আনন্দ উৎসব হবে রাজধানী ঢাকা সহ দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে। প্রতিটি ইউনিয়ন থেকে সর্বস্তরের মানুষ আনন্দ শোভাযাত্রা নিয়ে উপজেলা সদরে যাবেন। আনন্দ শোভাযাত্রা বের হবে সকাল ১০টায়। এছাড়া বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র ‘ওরা ১১ জন’ প্রদর্শন করা হবে।
রাজধানীতে আনন্দ শোভাযাত্রা বের হবে ধানমণ্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি থেকে। শেষ হবে সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক সেই জায়গায় গিয়ে, যেখানে একাত্তরের সাতই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। জাতিকে দিয়েছিলেন, স্বাধীনতার দিকনির্দেশনা। বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
এই আনন্দ উৎসবের প্রস্তুতি নিয়ে বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-প্রশাসন কবির বিন আনোয়ার দেশের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্স করেছেন।
সিলেট প্রান্তে এই ভিডিও কনফারেন্সে আলাদাভাবে যুক্ত হন বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম ও জেলা প্রশাসক রাহাত আনোয়ার।
এ সময় জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, স্থানীয় সরকার পরিচালক দেবজিৎ সিনহা, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, সৈয়দ আমিনুর রহমান ও আবু সাফায়েত মোহাম্মদ শাহেদুল আলম, মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সুজ্ঞান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ প্রমুখ। এছাড়া
ভিডিও কনফারেন্স শেষে জেলা প্রশাসক জানান, ইউনেস্কোর এই স্বীকৃতি জাতির একটি বড় অর্জন। তাই নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর ভাষণের ঐতিহাসিক গুরত্ব সম্পর্কে জানান দিতে গোটা সিলেটবাসীকে আনন্দ উৎসবে সম্পৃক্ত করা হবে।
Leave a Reply