নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্বে যুদ্ধকালীন শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি দেয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখা আনন্দ শোভাযাত্রা করেছে।
রবিবার দুপুরে মহানগরীর জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা ভবন থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে কোর্ট পয়েন্ট ঘুরে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। সভাপতিত্ব করেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সালাউদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক জবরুল হোসেন ও যুব কমান্ডের সভাপতি শাহিন আহমদ চৌধুরী নয়ন।
বক্তারা বলেন, জাতির জনকের ভাষণকে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কোর স্বীকৃতি বাঙালির আরেকটি অর্জন। জাতি এ জন্যে অবশ্যই গর্ববোধ করে।
Leave a Reply