নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়ায় সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মহানগরীর রেজিস্টারি মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি আশফাক আহমদ ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
Leave a Reply