সুনামগঞ্জ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব দরবারে অমূল্যে সম্পদ হিসেবে স্বীকৃতি দেয়ায় সুনামগঞ্জে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বঙ্গবন্ধু সৈনিক লীগ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে শহরের হোসেন বখত চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
সংগঠনের জেলা সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জহুর মিয়া ও সদর উপজেলা সভাপতি এম নোমান খান প্রমুখ।
Leave a Reply