নিজস্ব প্রতিবেদক : লন্ডনে বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে ও অবমাননার সাথে জড়িতদের বাংলাদেশে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার দাবিতে সিলেটে সংক্ষুব্ধ নাগরিকবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আব্দুল করিম কিমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মুকির হোসেন চৌধুরী, সাংবাদিক সংগ্রাম সিংহ, মুক্তাদির আহমদ মুক্তা, দেবাশীষ দেবু, মুশফিক জায়গীরদার ও এমদাদ আহমদ।
Leave a Reply