সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নবগঠিত বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবি শাখা পুষ্পস্তবক অর্পণ করছে।
বুধবার দুপুরে পুষ্পস্তবক অর্পণ করেন, সংগঠনের সভাপতি সিকৃবির রেজিস্ট্রার মো বদরুল ইসলাম শোয়েব ও সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আমিনুর রশীদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।
মো বদরুল ইসলাম শোয়েব জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার কাজে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কাজ করছে।
উল্লেখ্য, শুক্রবার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু এবং প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড মশিউর মালেক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির অনুমোদন দেন।-সংবাদদাতা
Leave a Reply