প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের পথপরিক্রমায় বাংলাদেশের স্বাধীনতা এসেছে।
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি (১০ মাঘ) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত মুক্তিযুদ্ধ উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।
প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ১৯৪৭ সালে পাকিস্তানের জন্ম হওয়ার পর থেকেই পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালিদেরকে শোষণ ও নির্যাতন শুরু করে। অর্থনৈতিক নিপীড়ন থেকে অনেক বড় নিপীড়ন হচ্ছে একটি জাতির ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্যের ওপর আঘাত। পাকিস্তানের শাসকগোষ্ঠী ঠিক সেটিই শুরু করেছিল। তারা সর্বপ্রথম আঘাত হানে ভাষার উপর। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হয়েছিলেন।
বঙ্গবন্ধু ক্ষুধা, দারিদ্র ও শোষণ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের দিকে যাচ্ছিলেন উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতার ঐতিহাসিক সাতই মার্চের ভাষণই মূলত বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের দিকে নিয়ে যায়। সেজন্য ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে এ ভাষণটি বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। পিআইডি সিলেট
Leave a Reply