নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, ২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে। ২০৩০ সালে হবে দারিদ্রমুক্ত আর ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ দেশ। অর্থাৎ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিরলস কাজ করতে হবে।
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার বিকেলে মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে জেলা ও মহানগর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়তে ছাত্রলীগের প্রত্যেক সদস্যকে সোনার মানুষ হওয়ার উপদেশ দেন।
তিনি বঙ্গবন্ধুর আদর্শে প্রকৃত বিশ্বাসীদের ছাত্রলীগের পতাকাতলে নিয়ে আসার আহবান জানান। সেই সঙ্গে সতর্ক করে দেন, যাকে তাকে যেন আনা না হয়।
ড এ কে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধু যখন ধ্বংসস্তুপের উপর কাঙ্ক্ষিত স্বদেশ গড়ছিলেন তখনই তাকে সপরিবারে হত্যা করা হয়; কিন্তু যেসব দেশ মানবাধিকার রক্ষায় চিৎকার করে তারা তাতে টু-শব্দটি করেনি। বরং জাতির পিতার খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল।
তিনি আবারও নিশ্চিত করেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদেরকে দেশে ফিরিয়ে এনে তাদের সাজা কার্যকর করা হবে।
পররাষ্ট্র মন্ত্রী বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক, সফলতা ও বিশ্বনেতার মর্যাদায় অধিষ্ঠিত হওয়া তুলে ধরেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর নির্দেশিত পথ ধরেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার ও মিথ্যাচার চালানো হয়েছিল ঠিক একইভাবে বর্তমান সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে জেনেশুনে অপ্রচার চালানো হচ্ছে-মিথ্যাচার করা হচ্ছে।
এ ব্যাপারে সজাগ হতে ও ঐক্যবদ্ধ থাকতে আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ আওয়ামী পরিবারের সবার প্রতি তিনি আহবান জানান।
একই সঙ্গে ছাত্রলীগের ঐতিহ্য ধরে রাখতে তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের আহবান জানান।
Leave a Reply