নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা, জাতীয় নেতা ও সংসদ সদস্য তোফায়েল আহমদ বলেছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে অপচেষ্টা চালিয়েছিল; কিন্তু পারেনি-ব্যর্থ হয়েছে।
তিনি আরো বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান শুরু করেছেন। অপকর্ম করলে আওয়ামী পরিবারের নেতাকর্মীরাও রেহাই পাবেননা।
তোফায়েল আহমদ বলেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক। এই মহান নেতার কর্মী হিসেবে আমাদের কেউ যেন কলুষিত না হয়। আমাদেরকে কলঙ্কমুক্ত থাকতে হবে।
বুধবার দুপুরে সিলেট মহানগরীর কবি নজরুল অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সহ সভাপতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। সভাপতিত্ব করেন, জেলা ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি মাহবুবুল আলম হানিফ ঘোষণা করেন, নভেম্বরে শেষ দিকে সিলেট জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে। তাই অক্টোবরের মধ্যে ইউনিয়ন ও উপজেলা সম্মেলন করতে হবে।
Leave a Reply