সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বঙ্গবন্ধুর ডাকে সকল ধর্মবর্ণের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি ছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা; কিন্তু জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান অবৈধ পন্থায় ক্ষমতায় এসে ধর্মনিরপেক্ষতাকে বিতাড়িত করেন।
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শুক্রবার বিকেলে শহরের এফআইভিডিবি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি নৃপেশ তালুকদার নানু ও মুক্তিযোদ্ধা রবীন্দ্র কুমার তালুকদার। সভাপতিত্ব করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার তালুকদার। পরিচালনায় ছিলেন, রিপন তালুকদার।
Leave a Reply