সুনামগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাব সেবাসপ্তাহে সুনামগঞ্জে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-৯ এর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাওঁ মেইন রোড থেকে জেলা কারাগারের সামনে পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার দু’পাশে বিভিন্ন ধরনের ঔষধি ও ফলদ গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন, র্যাব-৯ সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে কমান্ডার মো ফয়সল আহমদ। এসময় উপস্থিত ছিলেন, র্যাবের এএসপি মো আব্দুল্লাহ, জেলা কারাগারের সুপার মো নূরশেদ, জেলার মো হাবিব, সিনিয়র ডিএডি মো জাহিদুল ইসলাম, সার্জেন্ট মো সেলিম, এসআই মো দেলোয়ার হোসেন ও মো নূর আহমদ।
লে কমান্ডার মো ফয়সল আহমদ বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের ফলে মানুষ নির্মল বাতাস থেকে বঞ্চিত হচ্ছে। তাই বেশি করে গাছ লাগাতে হবে।
Leave a Reply