বালাগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বালাগঞ্জে মৎস্য বিষয়ক প্রশিক্ষণ ও প্রতিবন্ধী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা সদরের আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা মৎস্য দপ্তর ও নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থা আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন। প্রধান অতিথি ছিলেন, বালাগঞ্জ উপজেলা জ্যেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ, ইউপি সদস্য রিয়াজ আহমদ ও সাবেক ইউপি সদস্য কৃপেশ শুক্ল বৈদ্য।
এসময় উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো শামসুল হক ও শেখ আবু নাহিদ এবং প্রশিক্ষণার্থী সহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply