NEWSHEAD

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ সিলেটে বরণ প্রদীপ প্রজ্জ্বলনে

Published: 17. Mar. 2020 | Tuesday

নিজস্ব প্রতিবেদক : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ শুরু হলো। সিলেটে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদমিনারে সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ইতিহাসের আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত বছরটিকে বরণ করা হয়।
মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন শেষে শুরু হয় স্বাধীনতার মহানায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন। জেলা প্রশাসক কার্যালয়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট কেন্দ্রীয় শহিদমিনার, জেলা পরিষদ ও জেলা প্রেসক্লাব সহ বিভিন্ন জায়গায় স্থাপিত প্রতিকৃতিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শিশুকিশোর সংগঠনের নেতা-কর্মী-সংগঠক সহ সর্বস্তরের মানুষ। কেকও কাটা হয়।
এছাড়া সিলেট জেলা প্রেসক্লাব মুজিব-জাহান রক্তকেন্দ্রে রক্তদান কর্মসূচির আয়োজন করে।

Share Button
March 2020
M T W T F S S
« Feb    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

দেশবাংলা