হবিগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে হবিগঞ্জে কৃষকদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা কৃষক লীগ আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ্র চন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন ও ড হাবিবুর রহমান মোল্লা। সভাপতিত্ব করেন, সভাপতি হুমায়ূন কবির রেজা। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক শেখ মুক্তার হোসেন বেনু।
Leave a Reply