হবিগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা পরিষদ ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা মুশফিক হুসেন চৌধুরী। জেলা পরিষদের প্রধান নির্বাহী নূরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা এ কে এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার-প্রশাসন মো আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন রুবেল, ডেপুটি সিভিল সার্জন ডা মোখলেছুর রহমান উজ্জ্বল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো নূরুল আমিন ওসমান, সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, আব্দুল্লাহ সর্দার, সালেহা চৌধুরী ও হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শোয়েব আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশ হতো না। তিনি এদেশের মানুষের জন্য আজীবন লড়াই করে গেছেন। স্বাধীনতা বিরোধীরা দেশকে নিয়ে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। ষড়যন্ত্রকারীদেরকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই।
Leave a Reply