নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কবি নজরুল অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ও মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক নুমেরী জামান। স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্তি জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী।
এর আগে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কবি নজরুল অডিটোরিয়ামে যায়। এতে আওয়ামী লীগের মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানও যোগ দেন।
Leave a Reply