সুনামগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি পলাতক নূর চৌধুরীকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে সুনাগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
শনিবার দুপুরে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের
ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বঙ্গবন্ধু
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
সংগঠনের জেলা সভাপতি এস এম আব্দুল হাইর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট খায়রুল কবীর রুমেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায়, অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সদর কৃষক লীগের সদস্য সচিব মহিবুর রহমান মুহিব, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক নাজমুল হক করিম ও জেলা শেখ রাসেল জাতীয় কিশোর পরিষদের নেতা এম এ আরমান।
Leave a Reply