নিজস্ব প্রতিবেদক : মৃত্যুদণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার চাই সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মুকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী সুষমা দাস, মুক্তিযুদ্ধ অনুশীলন ও মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী ও হাসিনা বেগম চৌধুরী।
বক্তারা বঙ্গবন্ধু হত্যায় পরোক্ষভাবে জড়িতদেরও বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান।
Leave a Reply