নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি সিলেট শাখা আয়োজিত ৫ দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতেই ঘাতকরা এই মহান নেতার শিশুপুত্র সহ পরিবারের সবাইকে হত্যা করে।
তারা অারও বলেন, একাত্তরের শত্রুরাই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।
বক্তারা বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে বাংলাদেশ অারেকজন বড় মাপের যোগ্য নেতা পেতো। তাই বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করতে ঘাতকরা নিষ্পাপ শিশুটির এত আকুতি সত্ত্বেও তাকে নির্মমভাবে হত্যা করে।
শনিবার বিকেলে কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজন করা হয় এই সমাপনী অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো শহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান অাল আজাদ, জেলা ক্রীড়া কর্মকর্তা মনোরঞ্জন দে ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম। সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা। পরিচালনায় ছিলেন নিশাত রায়হানা ইতু ও মুশফিকুর রহমান।
অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
Leave a Reply